মহিলা সংরক্ষণ বিল, একাধিক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে প্রত্যেকেই জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা। আর এবার সেই প্রতিক্রিয়ায় দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এটি মন্ত্রিসভা দ্বারা স্থির করা হয়েছে। এখন এটি অধ্যয়ন করা হবে এবং বিলটি কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। এই বিলটি এখন কার্যকর হবে নাকি ২০২৭ সালের পর থেকে কার্যকর হবে, এখন সেটাই দেখার। আদমশুমারির গণনা এখনও করা হয়নি। কিসের ভিত্তিতে সীমাবদ্ধতা হবে? ফলে বিল পাশ হলেই হচ্ছে না আপাতত অনেক প্রশ্ন থেকে যাচ্ছে”।