মহিলা নিরাপত্তা! ফের প্রশ্নের মুখে কলকাতা

মহিলা ক্যাব চালককে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করায় গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল শহর কলকাতায়। এক মহিলা ক্যাব চালককে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এক যাত্রী ক্যাব বুক করেন। গড়িয়াহাটের একটি হোটেলে যাবেন বলে তিনি ক্যাবে ওঠেন। মহিলা ক্যাব ড্রাইভারের অভিযোগ, গাড়ির পিছনের আসনে বসে অভিযুক্ত যাত্রী বারবার আমাকে স্পর্শ করার চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, আপত্তিজনকভাবে মহিলাকে ছোঁয়ার চেষ্টা করছিলেন। একাধিকবার নিষেধ সত্ত্বেও ওই মহিলার বারণ শোনেননি অভিযুক্ত। শেষে নির্যাতিতা যাত্রীকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আরোহী তাঁকে আশ্বস্ত করে হোটেল পর্যন্ত পৌঁছান। তবে এখানেই শেষ নয়। চালক মহিলার দাবি, গন্তব্যে ছেড়ে আসার পর থেকে লাগাতার ম্যাসেজ করেন ওই আরোহী। একের পর এক কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। এরপর ওই মহিলা চালক পুরো ঘটনাটি অনলাইন ক্যাব অপারেটর গিল্ডকে জানান। গিল্ডের সদস্যরা মঙ্গলবার রাতে ওই হোটেলের সামনে গিয়ে মহিলাকে দিয়ে ফোন করে নিচে ডাকেন অভিযুক্তকে। ওই ব্যক্তি সেখানে আসতেই তাঁকে ধরে নিয়ে গড়িয়াহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।