বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, ভুয়ো বিল পাঠানোর অভিযোগে বিজেপির বিক্ষোভ

বিদ্যুৎ দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ।

author-image
Adrita
New Update
jh

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, প্রতিমাসে রিডিং সংগ্রহ, ভুয়ো বিল পাঠানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ।

সোমবার পাঁচ দফা দাবিতে অন্ডাল বিদ্যুৎ কার্যালয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। অন্ডাল বাজারে বিদ্যুৎ কার্যালয়ের সামনে এদিন এগারোটা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ শেষে দলের পক্ষ থেকে দপ্তরের আধিকারিকের হাতে দেওয়া হয় স্মারকলিপি। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের ৪ নম্বর মন্ডল সভাপতি রাখাল চন্দ্র দাস, রাণীগঞ্জ বিধান সভার দলীয় কনভেনার জয়ন্ত মিশ্র সহ অন্যরা। দাবিগুলির মধ্যে রয়েছে বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, প্রতিমাসে রিডিং সংগ্রহ, ভুয়ো বিল পাঠানো বন্ধ, বছরে অন্তত একবার মিটার পরীক্ষা ও গ্রাহকদের আবেদনের পর দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা।

জয়ন্ত বাবু জানান দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে । অন্ডাল বিদ্যুৎ দপ্তরের আধিকারিক শুবং ভট্টাচার্য বলেন আজ কয়েকদফা দাবীতে বিজেপির তরফে স্মারকলিপি দেওয়া হয়েছে। এই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Add 1