নিজস্ব সংবাদদাতা: সরে গিয়েছে নিম্নচাপ, শুরু শীতের ঝোড়ো ব্যাটিং। গতকালই জানা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়েছে বাংলাদেশের বুকে। আর এই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস যে আর নেই তাও জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। আজ থেকে তার প্রমাণও মিলল। সকাল শুরু হল মেঘমুক্ত আকাশ দিয়ে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার। যা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও নামবে।