নিজস্ব সংবাদদাতা: এবার ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। অবশেষে কমল গরমের প্রভাব। হইতো এবার সত্যি সত্যিই বিদায় নেবে অস্বস্তির গরম। তা আরও স্পষ্ট করল ভোরের দিকের শীতল ছোঁয়া।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। বেলার দিকে অবশ্য গরম বাড়বে। তবে রাতে গিয়ে আবার সেই শীতল ছোঁয়ায় পাবে হাওড়াবাসী।