নিজস্ব সংবাদদাতা, সবংঃ সবং ব্লকের পাঁচ নম্বর সাতটা অঞ্চলে রামপুরা বুথে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি সমর্থনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল। আজ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও সবং এর ভূমিপুত্র ডাক্তার মানুষ ভূঁইয়া হাত ধরে শংকরী মান্না তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।সঙ্গে প্রায় দুইশ জন কর্মীর সমর্থক ছিল যোগ দিয়ে পঞ্চায়েত সদস্যা শংকরী দেবী বলেন যে, '' বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ১০০ দিনের টাকা যখন মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দলের নেতা অভিষেক ব্যানার্জি।। উন্নয়ন কে সমর্থন জানিয়ে আমি তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। ''
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবুলাল মাইতি, উপপ্রধান সুব্রত নায়ক, অঞ্চল কার্যকরী সভাপতি নিরঞ্জন জানা, অন্যান্য বহু নেতৃবৃন্দ পঞ্চায়েতের সদস্য সদস্যা, বহু মানুষজনের উপস্থিতিতে আজকের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।
ডাক্তার মানস ভূঁইয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, '' সারা বাংলায় আজ মানুষ মমতার মুখোমুখি হয়েছেন কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন তিনি গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাদের ১০০ দিনের টাকা যেমন দু'একদিনের মধ্যে একাউন্টে দেওয়ার ব্যবস্থা করেছেন আবার ঘোষণা করেছেন গরিব মানুষের আবাস যোজনার টাকা ও পৌঁছে দেওয়া হবে অথচ ভারতের জনতা পার্টি উন্নয়ন থেকে দূরে সরে শুধু দাঙ্গা এবং গন্ডগোল লাগানোর চেষ্টা করছে বাংলার মাটিতে কিন্তু বাংলার মাটি মমতা ব্যানার্জির পক্ষে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে এখানে মোদী অমিত শাহজুটি নেহি চলেগা নেহি চলেগা তিনি বার্তা দেন যে নির্বাচন আসন্ন সবাইকে একসঙ্গে চলতে হবে বিজেপি চক্রান্ত করছে প্রচুর টাকার ঝুলি নিয়ে তারা পৌঁছে যাবে, কিন্তু আমাদের মানুষকে বলতে হবে রাস্তা থেকে পানীয় পানীয় থেকে মজুরি মজুরি থেকে আবাস পালাস সবটাই বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন তাই সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে এবং বিজেপি এই চক্রান্তকে ভেস্তে দিয়ে বাংলার মাটিতে ৪২ টি ৪২ টি আসনে আমাদের জয় লাভ করতে হবে এই লক্ষ্যে আমাদের এগোতে হবে। ''