নিজস্ব সংবাদদাতা: আজ থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল হয়ে গেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে কী অবস্থা?
জানা গেছে যে আপাতত ২-৩ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা একটুও নাকি নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি সব জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২ তারিখের পর থেকে ফের বৃষ্টিহতে পারে সেখানে।