নিজস্ব সংবাদদাতা: আমাদের দেশের বেশিরভাগ যুবক-যুবতীর স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করা এবং এই পরীক্ষার জন্য তারা দিনরাত প্রস্তুতি নিতে থাকে। কিন্তু কষ্টের কথা হল তা সত্ত্বেও খুব কম পরীক্ষার্থী প্রথম প্রচেষ্টায় চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারে। আসলে লিখিত পরীক্ষা সহজ হলেও ইন্টারভিউ ক্র্যাক করা অত সহজ নয়। কারণ এখানে এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা বুদ্ধিমত্তার।
এমনই এক প্রশ্ন হল 'স্বামীর কোনটা মোটা হলে স্ত্রীরা ভীষণ খুশি ও তৃপ্তি পায়?' অবাক হবেন না। লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। এর উত্তর হল মোটা টাকা বা মোটা ব্যাঙ্ক ব্যালেন্স।