নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বন্যা কবলিত প্রায় ৫০ জন সাধারণ মানুষকে ত্রাণ বিতরণ করলেন সুকান্ত মজুমদার। বিতরণ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার সহ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ করেন। তিই বলেন যে,'' এলাকায় রাস্তার উপরে এক কোমর জল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন হেলদোল নেই। প্রশাসনের তরফ থেকে কোন নৌকা দেওয়ার ব্যবস্থা করা হয়নি। তাই আজকে আমরা ত্রিপল শুকনো খাওয়ার মুড়ি, ডাল,আলু,বিস্কুট দেওয়ার ব্যবস্থা করেছি। ''
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ করে সুকান্ত বলেন, '' এই এলাকার সাংসদকে নির্বাচিত করার আগে মানুষের ভাবা উচিত ছিল। এখানকার সাংসদ বাংলার অন্যতম অভিনেতা। স্বাভাবিকভাবে তাকে এলাকায় পাবেন না। সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান। তাকে যদি সাংসদের দায়িত্ব দেওয়া হয় সে কেন আসবেন। মানুষকে বুঝতে হবে। সেও মুক্তি পায়, তারও ইচ্ছে ছিল এবারে হেরে মুক্তি নেই। কিন্তু আমরা পারিনি। কিন্তু সে চাইছে হেরে এখান থেকে বিদায় নেই। মানুষ যেদিন বুঝবে সেদিন মানুষ বিজেপিকে ভোট দেবে বিজেপির সাংসদ হবে। ''
এর পাশাপাশি রাজ্য সরকার ও শেষ দপ্তরকে নিশানা করে বলেন, '' ঘাটালটা মাননীয়া মুখ্যমন্ত্রী এমন অবস্থা করে রেখেছে। মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় উদবাস্তু হচ্ছে। এখানকার সাংসদ তো বলে দিয়েছে, রাজ্য সরকার যদি কিছু না করে তাহলে ২৬ এর ভোটের প্রচারে সে নামবে না। সাংসদ নিজের দলের বিরুদ্ধেই কথা বলছে। বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হচ্ছে। সরকারের হাতে টাকা নেই কোথা থেকে করবে ? সরকার তো দান,খেলা-মেলা করে ভিখারী হয়ে গেছে। ''
এছাড়াও, তিনি জুনিয়ার ডাক্তারদের হুঁশিয়ারি প্রসঙ্গে বলেন, '' জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে। ''