নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ প্রতিদিনের মত সোমবার রাতে কোলাঘাটের জিঁয়াদা বাজারে সোনার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উত্তর জিঁয়াদার স্বর্ণ ব্যবসায়ী বছর ৩৭ এর যুবক সমীর পড়িয়া। স্থানীয় সূত্রের জানা গিয়েছে কোলাঘাট থানার অন্তর্গত দেউলবার এলাকার সবিতা রাইস মিলের কাছ দিয়ে খড়গপুর-হাওড়া ৬ নম্বর জাতীয় সড়কের পাশে সোমবার রাত পৌনে নটা নাগাদ সমীর এবং তার আরেক ভাইপো বাড়ি ফিরছিল দুটি বাইকে করে। সেই সময়ে অপর একটি বাইকে করে আসা তিনজন যুবক ঘিরে ধরে সমীরকে। কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলে, তারপর পেছন থেকে গুলির শব্দ পেয়ে স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার ভাইপো দাঁড়িয়ে যায়। কিন্তু পরপর গুলির শব্দে ভয়ে যেতে পারেনি সমীরের ভাইপো, কিছুক্ষণ পর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে স্বর্ণ ব্যবসায়ী সমীরের ভাইপোর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে সমীর। পরে এলাকাবাসীরা খড়গপুর-হাওড়া ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসেন কোলাঘাট এবং পাঁশকুড়া থানার পুলিশ, তমলুকের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি বলেন যে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনজন দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তবে আমরা কোলাঘাট থানা এবং জেলা হেডকোয়ার্টারের সাহায্য নিয়ে স্পেশাল টীম তৈরি করে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছি।