নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিক ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হবার পর থেকেই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে।
এবার হকারদের জন্য নতুন এক পদক্ষেপ নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৮০ হাজার টাকা ঋণ হিসেবে পাবেন পৌরসভা এলাকায় ব্যবসা করা হকাররা।
তিন দফায় এই টাকা দেওয়া হবে। এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পৌরসভায় আবেদন জানাতে হবে। হকারদের সমস্যার কথা মাথায় রেখেই দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।