নিজস্ব সংবাদদাতা: আজ রাজভবনে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবসের শুরুটা হয়েছিল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের হাত ধরে। আর সেই রীতিই এদিন বয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজভবনে। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সংবিধান না মেনে রাজ্যপাল এই কাজ করেছেন। তাঁর কথায়, বঙ্গভঙ্গে জড়িত আছে দুঃখজনক স্মৃতি। তা সত্বেও পালন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আর তাই সেই মর্মে রাজ্যপালকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে বিরত থাকলেন মুখ্যমন্ত্রী। এদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।