পুলিশের দ্বারা তদন্ত হবে না, ন্যায় সংহিতা অনুযায়ী শাস্তি দেওয়া দরকার

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র।

author-image
Shroddha Bhattacharyya
New Update
falguni

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার আগে তদন্তের দাবি করা উচিত ছিল। তদন্ত করে এখনো সামনে আনা যায়নি যে এই ঘটনায় শুধুমাত্র একজন সিভিক নয় এছাড়াও আরও অনেকে দায়ী।

publive-image

আমার মনে হয় এই ঘটনায় সবার আগে সঠিক তদন্ত হওয়া উচিত যা এই পুলিশের দ্বারা কখনোই সম্ভব নয়। কারণ লক্ষ্য করে গেছে পুলিশ এই ঘটনাকে প্রথমেই আত্মহত্যা বলে ধামাচাপা দেবার চেষ্টা করেছিল। দাবি জোরালো হবার পরে পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে এনেছে। কিন্তু যে ধরনের ঘটনা মহিলাটির সঙ্গে ঘটেছে সেখান থেকে স্পষ্ট যে এই ধরনের ঘটনা কারোর একার পক্ষে ঘটানো সম্ভব নয়। তাই প্রথমেই আমরা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের দাবি করছি।

publive-image

দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকার ন্যায় সংহিতায় যে আইন এনেছে সেখানে এই ধরণের অপরাধের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান দেওয়া আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসির দাবির থেকেও বড় কথা কেন্দ্রীয় সরকার ন্যায় সংহিতায় যে ধরণের আইন এনেছে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের সেই আইন অনুযায়ী শাস্তি দেওয়াটাই যথাযথ হবে।"