নিজস্ব সংবাদদাতা: বুধবার রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই গোটা সপ্তাহ জুড়েই চলবে তুমুল তাপপ্রবাহ।
সকাল, ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরোবার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
এই অবস্থায় আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৩৯° এবং রাতের দিকে তাপমাত্রা কমে ২৮° হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭১%। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।