'রেমাল'-এর প্রভাবে কেমন আবহাওয়া দিঘার সমুদ্রে?

'রেমাল' ল্যান্ডফল করতেই দিঘার আবহাওয়ায় পরিবর্তন হয়েছে।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
মংি্িি

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন 'রেমাল'-এর জেরে আইএমডি দিঘায় ও মন্দারমণি এলাকায় লাল সতর্কতা জারি করেছিল। দিঘার সমস্ত হোটেলে ২ দিন বুকিংও বন্ধ করে দেওয়া হয়েছিল।

cyclone 1 .jpg

গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিঘা ও মন্দারমণির সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছিল।

dxsadsa

গতকাল রাতেই ল্যান্ডফল করেছে 'রেমাল'। আর, রাত পেরোতে না পেরোতেই কিছুটা স্বাভাবিক হলো সমুদ্রের স্রোত। সূত্রের খবর, পর্যটকরা সমুদ্রে স্নানে না নামলেও দূরে দাঁড়িয়ে সমুদ্রের অপার সৌন্দর্য অনুভব করছে। 

Add 1