নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কিছুক্ষণ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল'। ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি ও দিঘা এলাকায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়ছে। আবহাওয়া দফতরের তরফ থেকে দিঘায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।
প্রসঙ্গত, আইএমডি অনুসারে, ঘূর্ণিঝড় 'রেমাল' আগামী কয়েক ঘন্টার মধ্যে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ২৬ মে মধ্যরাতে বাংলাদেশ ও পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে।