নিজস্ব সংবাদদাতা: আজ মহানবমী। গত কয়েকদিন বেশ ভালো করেই ঠাকুর দেখেছেন আপামোড় জনতা। মণ্ডপ গুলিতে বিকেল হতেই নেমেছিল জনমানবের ঢল। আর যত রাত গড়িয়েছে ততোই যেন তা জন সমুদ্রে পরিণত হয়েছে। তবে আজ থেকে কিন্তু ঘটবে ছন্দপতন। কেননা ঘূর্ণাবর্তের জেরে আজ থেকেই নামবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগণার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশের আশাপাশি। নবমীর বিকেল থেকে বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।