নিজস্ব সংবাদদাতাঃ দুর্দান্ত ক্রিকেট খেলে ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল সৌরভের টিম ইন্ডিয়া। সেই দলের গুরুত্বপুর্ণ সদস্য রাহুল দ্রাবিড়। ধারাবাহিক ভালো খেলে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল ভারত। এবার কোচ হিসেবে আবারও সুযোগ এসেছিল অস্ট্রেলিয়াকে হারানোর। যদিও কুড়ি বছর আগেরই পুনরাবৃত্তি হল। ধারাবাহিক ভালো খেলেও ফাইনালে হার ভারতের। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালের ফলে টিমকে বিচার করতে নারাজ দ্রাবিড়। পরিষ্কার বলছেন, ‘যা ছিল, সব দিয়েছি।’ দলের পারফরম্য়ান্সে গর্বিত হেড কোচ রাহুল দ্রাবিড়। বোর্ডে অন্তত ২৮০ রান থাকলে পরিস্থিতি অন্য হতে পারত, এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'রোহিত শর্মা অসাধারণ একজন অধিনায়ক। সে দলে অনেক বিনিয়োগ করেছে, সে উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে চেয়েছিল এবং সে তা করেছে। তিনি একজন ব্যতিক্রমী নেতা। একজন ব্যাটসম্যান হিসেবে সে সবসময় আমাদের জন্য সুর তৈরি করে।'