নিজস্ব সংবাদদাতা: তিনিই বলেছিলেন রাজভবনের শান্তি কক্ষকে ভ্রাম্যমান কক্ষে পরিণত করবেন। যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লেই রাজভবনের সাহায্য পায়। এই ভোট অশান্তিতে রাজ্যপাল কাজ করবেন মানুষের হয়ে। সেই কথা তিনি প্রতি মুহুর্ত রাখছেন। অক্ষরে অক্ষরে পালন করছেন তাঁর দেওয়া প্রতিশ্রুতি।
বিভিন্ন দলের কর্মীরা, প্রার্থীরা দিনরাত এক করে কাজ করছেন দলের হয়ে। কিন্তু এই মানুষটি কাজ করছেন মানুষের জন্যে। রাজ্যের শান্তির জন্যে।
আর সেই শান্তির জন্যেই এবার উত্তরবঙ্গ থেকে ফিরেই চললেন বাসন্তীতে। গতকালই উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে যাত্রা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ট্রেন থেকেই কথা বলেন বাসন্তীতে নিহত তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার পরিবারের সাথে। আর এদিন সকালে শিয়ালদাহ স্টেশনে নেমেই বাসন্তী চললেন রাজ্যপাল। যা জানা যাচ্ছে, এদিন সকাল সাড়ে সাতটার কাছাকাছি শিয়ালদাহ-য় নামেন সিভি আনন্দ বোস। কিছুক্ষণ এক্সিকিউটিভ লাউঞ্জে বসে সেখান থেকে যাত্রা শুরু করবেন তিনি।