নেতা পদ হারিয়েছেন, তাই জল পান বন্ধ করালেন বাসিন্দাদের!

১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছে না রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রামের ৪০০টি পরিবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water_crisis_in_india_1561457814.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অনুব্রতহীন বীরভূমে দলবিরোধী কাজের জন্য পদ হারান গ্রামের দাপুটে তৃণমূল নেতা। আর সেই রাগ এসে পড়ল নিরীহ গ্রামবাসীদের ওপর।

যা জানা যাচ্ছে, প্রায় ১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছে না রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের পানিশাইল গ্রামের ৪০০টি পরিবার। অভিযোগ, পঞ্চায়েত ভোটে এই বুথে কংগ্রেসের কাছে তৃণমূলের হার ও দলের হুইপ না মেনে উপপ্রধান নির্বাচন করায়, ১২ অগস্ট অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত হন তৃণমূল নেতা আকবর আলম। নাকি তারপর থেকেই পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন তিনি। সেই নেতার কথায়, ‘দল যখন পদেই রাখেনি, তখন জল সরবরাহের জন্য আমি কেন উদ্যোগ নেব, মানুষ একটু কষ্ট পাক’। এমনটাই নাকি ব্যাখ্যা দিয়েছেন তিনি। ফলে স্বভাবতই, নেতার ক্ষোভের মুখে পড়ে পাশের গ্রামে অনেকটা হেঁটে গিয়ে পানীয় জল নিতে হচ্ছে গ্রামবাসীদের। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।