চলল টানা ২ ঘন্টা, জলমগ্ন একাধিক এলাকা

টানা ২ ঘন্টা বৃষ্টি চলল তিলোত্তমায়। ফলে জলমগ্ন একাধিক এলাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
RAINNN.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরে ভারী বর্ষণ শুরু হয়েছে একাধিক জেলায়। বৃষ্টির তীক্ষ্ণতা এতোটাই যে সকাল থেকে টানা ২ ঘন্টা বৃষ্টি চলল তিলোত্তমায়। ফলে জলমগ্ন একাধিক এলাকা।

আজ সারাদিনই নাকি একই চিত্র থাকবে। একই সাথে জোয়ারের সময় বন্ধ করা হবে লকগেটগুলি। সেক্ষেত্রে জল জমার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এমনিতেই কলকাতায় কিছু এলাকাতে সামান্য বৃষ্টিতেই জল জমে। ব্যাহত হয় যান চলাচল। তীব্র যানজটের সমস্যা তৈরি হয়। তার মধ্যে ভারী বৃষ্টি হলে সেই সমস্যা বাড়বে বই কমবে না। যদিও আজ সপ্তাহের শেষ দিন। একাধিক স্কুলই আজ ছুটি। সরকারী দফতর গুলিতেও রয়েছে ছুটি। তবুও যে সকল অফিসযাত্রীদের আজ বেরতেই হচ্ছে তাঁদের জলজমা সমস্যায় পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। যানজট এবং প্যাঁচ প্যাঁচে গরমে বেশ নাকাল হতে হবে যাত্রীদের।