জলের স্রোত বইছে এই রাজ্য সড়কের উপর! আপনি গেলে সাবধান

চারিদিকে জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। জল জমে গেছে কোথাও রাস্তার উপরে আর কোথাও বাড়ির ভেতরে ঢুকে গেছে জল। আর এবার আবার রাজ্য সড়কে জমল জল।

author-image
Anusmita Bhattacharya
New Update
nationalhighway

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আবহাওয়ার সামান্য উন্নতি হলেও জল যন্ত্রণায় ভুগছে পটাশপুরবাসী। প্রায় ১২ ঘন্টার টানা বর্ষণ ও একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে কেলঘাই ও বাঘুই নদী। জলের স্রোত বইছে পটাশপুর-বালিচক রাজ্য সড়কের ওপর দিয়ে। পটাশপুর ১ নম্বর ব্লকের নৈপুর লক্ষীবাজার থেকে প্রায় দেড়শ মিটার পটাশপুর-বালিচক রাজ্য সড়কের উপর এক হাঁটু জল জমে আছে। বাস লরি ও বড় বড় গাড়ি চলাচল করলেও প্রায় বন্ধ ছোট ছোট গাড়ি চলাচল। গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের উপর দিয়ে জলের স্রোত বয়ে চলায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

hiren