বৃষ্টি হতেই জলের তলায় তিলোত্তমা

এই মুহুর্তে চলছে জোয়ারের সময়। ফলে লকগেট বন্ধ। শহরেই আবদ্ধ রয়ে গিয়েছে জল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-09-04 102511.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুর দিন। অফিস যাত্রী, পড়ুয়াদের ব্যস্ততা শুরু সকাল থেকেই। অথচ ভারী বৃষ্টির প্রভাব ইতিমধ্যেই পড়েছে শহর কলকাতায়। ভোর থেকে চলা টানা বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমার একাধিক এলাকা। ফলে বিপর্যস্ত জনজীবন।

Screenshot 2023-09-04 102610.png

যা জানা যাচ্ছে, এই মুহুর্তে চলছে জোয়ারের সময়। ফলে লকগেট বন্ধ। খাল দিয়ে যে জল বেরিয়ে যাওয়ার কথা ছিল, তা শহরেই আবদ্ধ রয়ে গিয়েছে। ফলে জল জমতে শুরু করেছে শহরের নিচু এলাকাগুলিতে। মুদিয়ালির কাছে গোড়ালির উপর পর্যন্ত জল দাঁড়িয়ে। জল জমেছে পার্ক সার্কাস কানেক্টর, আনোয়ার শাহ মোড়ের কাছে। ৮৭ নম্বর ওয়ার্ডেও দেখা গিয়েছে জলযন্ত্রণা। ইতিমধ্যেই জল নামানোর কাজ শুরু করেছে পুরসভা।