বঙ্গেও জল সঙ্কট! বুঝে খরচ করুন, পানীয় জলেও পড়েছে আকাল

শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার পড়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water_crisis_in_india_1561457814.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর দিকে কি নজর দিচ্ছেন! আপনার নিজের বাংলাতেই দেখা গিয়েছে জলসঙ্কট। জলের চাহিদায় লম্বা লাইন পড়ছে জলের দোকানের বাইরে। শিলিগুড়িতে এখন ছবিটা এরকমই। শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার পড়েছে। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়েছে।

বেশি টাকা দিয়েও খাবার জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। যা জানা যাচ্ছে, মহানন্দার জলই সরবরাহ করা হয় শিলিগুড়ি পুরসভায়। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে। আর সেই জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য নির্দেশ দিয়েছে শিলিগুড়ি পুরসভা। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়েছে।

mjiukiol.png

শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, জল সরবরাহের কথা বললেও, বাস্তবে দেখা মেলেনি পুরসভার কোনও উদ্যোগ। ফলে এই গরমে জলের জন্যে হাহাকার পড়েছে শিলিগুড়ি পুর এলাকায়।

mhgdrdeas.png

Add 1