পঞ্চম দফায় বাংলায় বেলা ১টা পর্যন্ত ভোটের হার কত?

বেলা ১টা পর্যন্ত বাংলার সাতটি কেন্দ্র মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৪৮.৪১ শতাংশ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
vote 22.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ঝড়-বৃষ্টির কারণে বনগাঁ ও ব্যারাকপুরের ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয় আজ। ভোটদানের হারে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে আরামবাগ কেন্দ্র। তারপরেই রয়েছে উলুবেড়িয়া।  

বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৪৪.১৫ শতাংশ।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৪২.৪৭ শতাংশ।
হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৪৪.৭১ শতাংশ।

votelok


উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৫২.৭৯ শতাংশ।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৪৭.৭৫ শতাংশ।

vote 22.jpg

হুগলী লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৪৭.৭৫ শতাংশ।
আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৫৫.৩৭ শতাংশ।

Add 1