শুরু হল ধূপগুড়ি উপনির্বাচনের গণনা

গণনা শুরু হয়েছে কেন্দ্রে। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ballot counting.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রতীক্ষার অবসান! শুরু হল গণনা। আজ ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। তবে এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। কার পাল্লা ভারী হবে, এখন সেটাই দেখার।

ইতিমধ্যেই গণনা শুরু হয়েছে কেন্দ্রে। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। ৮.১৬ থেকে শুরু হয়েছে পোস্টল ব্যালটের কাউন্টিং। মোট ১০ রাউন্ডে হবে গণনা। যা জানা যাচ্ছে, বেলা ১২টার মধ্যে একটা স্পষ্ট ছবি চলে আসবে সকলের সামনে, আর তখনই জানা যাবে কার দখলে গেল ধূপগুড়ি বিধানসভা।