নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ মাটি খুঁড়ে পাওয়া গেল একটি মূর্তি। যা ঘিরে রীতিমতো মেলা বসে গেল গ্রামজুড়ে। আশেপাশের গ্রাম থেকেও জড়ো হল অসংখ্য মানুষ। শুরু হয়ে যায় ঢাক-ঢোল, খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার শালবনি অঞ্চলে। স্থানীয়দের দাবি এটি একটি বিষ্ণু মূর্তি।
গ্রামবাসীদের দাবি, মহাশিবরাত্রিতে এই বিষ্ণুমূর্তি উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই দাবি করলেন কয়েকদিন ধরেই গ্রামের কয়েকজন স্বপ্ন দেখছিলেন এখানে মাটির নিচে একটি মূর্তি আছে। সেইমতো এদিন নির্দিষ্ট জায়গায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এরপরই গ্রামবাসীরা মাটি খুঁড়তে শুরু করেন। তখনই একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায় মাটির নিচে।
গ্রামবাসীদের দাবি, যেখানে মূর্তিটি উদ্ধার হয়েছে সেখানে একইভাবে গতবছর একটি রাধাকৃষ্ণ মূর্তি পাওয়া গিয়েছিলো। পরে গ্রামবাসীরা একটি ছোট মন্দির নির্মাণ করে পুজো করছেন। এবারও সপ্নাদেশের মাধ্যমে পাওয়া গেল বিষ্ণুমূর্তি। ফলে খুশির জোয়ার বইছে ওই গ্রামে।