নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির ফোন কল রেকর্ডিং ভাইরাল, লোকসভা ভোটের আগে যাকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। এডিটিং করে এসব করা হচ্ছে, একজন তৃণমূলের সৈনিক তাই লোকসভা নির্বাচনের আগে এমনটা করা হচ্ছে দাবি ব্লক সভাপতির। দল বিষয়টি দেখছে, রাজ্য নেতৃত্ব এটি খতিয়ে দেখছে যেমন রেজাল্ট আসবে তেমন ব্যবস্থা নেওয়া হবে জানান তৃণমূলের জেলা সভাপতি।তৃণমূলের ব্লক সভাপতির ভাইরাল অডিও কল রেকর্ডিং হাতিয়ার করে তীব্র কটাক্ষ বিজেপির।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতির ভাইরাল ফোন কল রেকডিংয়ে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা। কিছুদিন আগে ঘাটালের তৃণমূলের প্রাক্তন বিধায়ক শংকর দোলইয়ের ফোন কল ভাইরাল হয়েছিল। দেবকে নিয়ে শঙ্কর দোলই এর ফোন কল রেকর্ডিং ভাইরাল হতেই জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দোলইকে। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার ফোন কল রেকর্ডিং ভাইরাল হল তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজির।
ভাইরাল ফোন কলে শোনা যাচ্ছে দিলীপ মাঝি অপরপ্রান্তে কোন এক ব্যক্তির সাথে তৃণমূলের অন্দরের কাঁদা ছোড়াছুড়ি অর্থাৎ নবীন প্রবীণ দ্বন্দ নিয়ে কথা বলছেন দিলীপ মাজি। ফোন কল রেকর্ডিং তৃণমুলের ব্লক সভাপতি দিলীপ মাজিকে বলতে শোনা যাচ্ছে,' দিদির অফিস থেকে সুব্রত বক্সি কাজ করছে আমরা একটু বস্তি আছি আমাদের কাজ কম। অভিষেক বলছে বুড়া ভাম চলবেনি, বুড়া ভামেরা চলবে দিদি বলছে। বুড়া ভামেদের গায়ে সিপিএম মারধর করেছে তার এখনও চিহ্ন আছে। অভিষেক তার পিসিকে বলছে ১৯ পর আমি প্রশান্ত কিশোরকে না নিয়েলে তুই কি চেয়ারে বসতে পারতিস, তুই তো এবারই গোছ হয়ে যেতিস অভিষেক তার পিসিকে বলছে। '
ফোন কল রেকডিং য়ে ঘাটালের ব্লক তৃণমূল সভাপতির এহেন কথপোকথনকে ঘিরে রীতিমতো জোর রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে ঘাটালে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি। তিনি বলেন,' ভাইরাল ফোন কলটা আমার কিনা আমি বুঝতে পারছিনা। মনে হচ্ছে আমার গলাকে কেউ বা কারা এডিটিং করে এসব করছে। সামনে লোকসভা ভোট আমি একজন তৃণমূলের সৈনিক তাই এমনটা করা হয়েছে। "
এই বিষয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত বলেন," বিষয়টা শুনেছি, দল বিষয়টা দেখছে,দলে রাজ্য নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন। যেমন রেজাল্ট আসবে তেমন ব্যবস্থা নেওয়া হবে। " তবে এই ঘটনায় শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন," পশ্চিমবঙ্গে এখন শাসকদলের নতুন তৃণমূল পুরাতন তৃণমূল নেতাদের লড়াই চলছে। নব্য তৃণমূল আর আদি তৃণমূলের লড়াই চলছে। পিসি-ভাইপোর লড়াই চলছে। আর বাংলার মানুষ বলছে পিসি ভাইপোর চামড়া গুটিয়ে নেবো আমরা। "
শঙ্কর দোলুইয়ের ভাইরাল কল রেকর্ডিং এ সাংসদ দেবকে নিয়ে সাংসদ তহবিলের টাকার ৩০ শতাংশ কাটমানির অভিযোগ তুলতে শোনা গিয়েছিল। সেই ভাইরাল অডিও কল রেকর্ডিং তার নয়, অস্বীকার করেছিলেন শঙ্কর বাবু। তারপরও তাকে জেলা চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়ে কড়া বার্তা দিয়েছে রাজ্য নেতৃত্ব। আর এসবের পরও ফের শাসকদলের ব্লক সভাপতির কল রেকর্ডিং ভাইরাল হওয়ায় দল কি পদক্ষেপ নেয় তাকিয়ে রাজনৈতিক মহল।