নিজস্ব সংবাদদাতা: কোচগেরিয়া গ্রামে পিএইচই (PHE)-এর পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল রাজ্য সড়ক সম্প্রসারণের সময়। তাই দীর্ঘ ৯ মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে এই এলাকার সাধারণ মানুষ। বিভিন্ন প্রশাসনিক জায়গায় জানিয়েও ৯ মাস ধরে পানীয় জলের সমস্যার কোনও সমাধান হয়নি, তাই গ্রামের মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আজ।
এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কোচগেরিয়া গ্রামে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে আরামবাগ থেকে ঘাটাল রাজ্য সড়কে দেখা যায় তীব্র যানজট। এর জেরে অসুবিধার মুখে পড়তে হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী ট্রাকগুলিকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানা ও রামজীবনপুর আউটপোস্টের পুলিশ। পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দেবার পর গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। বিক্ষোভ তুলে নেবার পর গ্রামবাসীরা আবারও হুঁশিয়ারি দেয় যে, তাদের পানীয় জলের পাইপলাইন দ্রুত ঠিক না করা হলে তারা আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।