পাকিস্তানের দাবি ভুয়ো, ক্ষতি হয়নি S-400 বা ব্রহ্মোস ঘাঁটি—সাফ জানালেন কর্নেল সোফিয়া কুরেশি
BREAKING : পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করা উচিৎ ! বড় মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়াইসি
সক্রিয় হয়েছে জঙ্গিদের স্লিপার সেল, সতর্ক করলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান
BREAKING : যুদ্ধবিরতিতে সম্মত ভারত ! বড় ঘোষণা করলেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর
পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভারতের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাঁদের হার এতেই স্পষ্ট
পহেলগাঁও হামলা থেকে বর্তমান উত্তেজনা—বিশেষ অধিবেশনের দাবি কংগ্রেসের
BREAKING : যুদ্ধবিরতি ঘোষণার পরেই তড়িঘড়ি মোদির কাছে পৌঁছালেন অজিত দোভাল ! কোনও বড় কারণ
BREAKING : যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষই ! এবার বড় ঘোষণা করলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইশাক দার
মুখোমুখি আলোচনায় বসবে কি ভারত-পাকিস্তান? শান্তি আলোচনার ঘোষণা মার্কিন প্রশাসনের

শতাধিক হাতির তাণ্ডব, গ্রাম ছাড়া বাসিন্দারা

হাতির দল ভোর রাতেই খাবারের সন্ধানে ঘরবাড়ি ভাঙচুর এবং চাষের জমি নষ্ট করে বলে অভিযোগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-08-25 084328.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা জুড়ে শতাধিক হাতির তাণ্ডব। একাধিক বাড়ি হাতির দল ভেঙে দিয়েছে, নষ্ট করেছে প্রচুর ফসল। যার জেরে আতঙ্কিত ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সিপাইবাঁধ এলাকায় চাষের জমিতে হাতির দল তাণ্ডব চালায় বলে অভিযোগ। যার ফলে ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা জমি। এছাড়াও আখড়াশোল গ্রামে বেশ কয়েকটি মাটির বাড়িও ভেঙেছে হাতির দল। হাতির হামলায় একটি গরুর মৃত্যু হয়েছে।

হাতির দল ভোর রাতেই খাবারের সন্ধানে ঘরবাড়ি ভাঙচুর এবং চাষের জমি নষ্ট করে জঙ্গলে ফিরে যায় বলে জানা গেছে বনদপ্তর সূত্রে। সকালে ফের জঙ্গল থেকে হাতির দল ওই এলাকায় এসে প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

অপরদিকে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে রামলাল বড়ডিডিহা গ্রামে মধ্যে প্রবেশ করে। গ্রামের মধ্যে রুটমার্চ করে রামলাল। বেশ কিছুক্ষণ পর রামলাল নামক ওই হাতিটি চন্দ্রী যাওয়ার পিচ রাস্তার উপর নিজের কেরামতি দেখাতে থাকে। যা দেখে ভিড় জমান আতঙ্কিত গ্রামবাসীরায়।

গ্রামবাসীরা জানিয়েছেন, রামলাল নামক ঐ হাতি শালগুড়া গ্রামে রাস্তার ধারে থাকা ধানের গোডাউনের দরজা ভেঙে ধানের বস্তা টেনে নিয়ে খায়। ধানের জমি থেকেও ধান তুলে খায়। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। তারাই রামলালকে অন্যত্র সরিয়ে নিয়ে যান বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই হাতির আতঙ্ক দেখা দিয়েছে ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জামবনি, নয়াগ্রাম সহ বিভিন্ন ব্লকে হাতির দলের তাণ্ডবের ভয় পাচ্ছে গ্রামের বাসিন্দারা।