আর কিছু সময়ের অপেক্ষা, থামল ভার্টিক্যাল ড্রিলিং

যে ম্যানুয়াল ড্রিলিং চলছে, সেখানের আর ২-৩ মিটার বাকি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
2023-11-14T141039Z_426911461_RC22D4AEAYYZ_RTRMADP_3_INDIA-TUNNEL-COLLAPSE.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণের মধ্যেই জীবন যুদ্ধের এই লড়াইটা জিতে যাবেন আটকে থাকা ৪১ জন শ্রমিক। খুব তাড়াতাড়িই সূর্যের আলো দেখতে পারবেন শ্রমিকরা। কেননা আজই অন্ধকার টানেল থেকে বেরিয়ে আসবেন ৪১ জন। কেননা হরিজেন্টাল ড্রিলিং-এ যেখানে ম্যানুয়াল ড্রিলিং চলছে, সেখানের আর ২-৩ মিটার বাকি। অর্থাৎ শ্রমিকদের কাছে পৌঁছতে আর ২-৩ মিটার পথ অতিক্রম করতে হবে। 

আর এই গ্রিন সিগন্যাল আসতেই আপাতকালীনের জন্যে বন্ধ করে দেওয়া হল ভার্টিক্যাল ড্রিলিং। যাতে নীচের ম্যানুয়াল ড্রিলিং-এ কোনও বাধা না পড়ে তাই আপাতত ভার্টিক্যাল ড্রিলিং বন্ধ করা হয়েছে। যদিও ভার্টিক্যাল ড্রিলিং-এও অনেকটা কাছে পৌঁছে গেছে উদ্ধারকারী দল। প্রায় ৫৪ মিটার পর্যন্ত ড্রিলিং-এর কাজ সম্পন্ন হয়েছে। আর বাকি মাত্র ৪-৫ মিটার। তবে আপাতত ম্যানুয়াল ড্রিলিং-এর জন্য সেই কাজ বন্ধ করা হয়েছে।

 

hiren