নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত উত্তরাখণ্ডে ভারী বর্ষণ দেখেছে গোটা দেশই। তাতে পরিস্থিতি কতোটা ভয়াবহ হয়েছে, তাও দেখা গেছে। এবার চিন্তা বাড়াচ্ছে এই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। লাগাতার বৃষ্টির পরবর্তী ছবি এটাই। এবছর রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গি পরিস্থিতি।
উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব, আর রাজেশ কুমার এই বিষয়ে জানিয়েছেন, “এখন পর্যন্ত সমগ্র রাজ্যে ১১৩০টি ডেঙ্গি মামলার খবর মিলেছে। তবে অ্যাকটিভ কেস ২৫৭টি এবং গত কয়েক দিনে এর পরিমাণ কমছে বলেই জানা যাচ্ছে। সমস্ত হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকার ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর রাখতে। এমনকি এলাকা ভিত্তিক কন্টেনমেন্ট জোন তৈরি করতেও বলা হয়েছে। আমাদের অফিসারেরা সেই সব এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনবেন। আমরা ১০০ শতাংশ স্যাচুরেটের লক্ষ্য মাত্রা নিয়ে কাজ শুরু করেছি”।