পদ্মফুলে ভোটের বৃষ্টি!

কংগ্রেস নেতা সালমান খুরশিদের ভাইঝি মারিয়া আলম খানের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা সম্পর্কে মুখ খুললেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
keshav prasad mauryaq1.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা সালমান খুরশিদের ভাইঝি মারিয়া আলম খানের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা সম্পর্কে, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, "ভারত যেকোনও ধরণের জিহাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা প্রেম, জমি এবং 'ভোট জিহাদ' হোক না কেন।

v441jaig_keshav-prasad-maurya_625x300_01_December_21-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

পদ্মফুলে ভোটের বৃষ্টি হচ্ছে যার কারণে এসপি, বিএসপি এবং কংগ্রেস ভীষণ ভাবে চিন্তিত। 'ভোট জিহাদ'-এর এই মানসিকতা বেশ ক্ষতিকর। এই বিষয়ে যাকেই দোষী হিসেবে খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।Those who declined Ram Temple invite...: UP Deputy Chief Minister Keshav  Prasad Maurya ahead of Lok Sabha elections - India Today

আমি এই 'ভোট জিহাদ'-এর তীব্র বিরোধিতা করছি। রাজ্যে হোক বা দেশে, এটিকে মেনে নেওয়া যায়না।"

Add 1