নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা সালমান খুরশিদের ভাইঝি মারিয়া আলম খানের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা সম্পর্কে, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, "ভারত যেকোনও ধরণের জিহাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা প্রেম, জমি এবং 'ভোট জিহাদ' হোক না কেন।
পদ্মফুলে ভোটের বৃষ্টি হচ্ছে যার কারণে এসপি, বিএসপি এবং কংগ্রেস ভীষণ ভাবে চিন্তিত। 'ভোট জিহাদ'-এর এই মানসিকতা বেশ ক্ষতিকর। এই বিষয়ে যাকেই দোষী হিসেবে খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
আমি এই 'ভোট জিহাদ'-এর তীব্র বিরোধিতা করছি। রাজ্যে হোক বা দেশে, এটিকে মেনে নেওয়া যায়না।"