গণতন্ত্রকে অভিশাপ দেয় কংগ্রেস!

জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
yyogiio.jpg

নিজস্ব সংবাদদাতা: জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "কংগ্রেস প্রস্তাবনাকে সংশোধন করে সংবিধানের আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছে।

cm yogi adityanath ji.jpg

কংগ্রেস দেশের নাগরিকদের মৌলিক অধিকারকে সম্পূর্ণরূপে সীমিত করেছে। তখনকার দিনে কংগ্রেস বিচার বিভাগকে জব্দ করে তার চেহারা বদলে দিয়েছিলো।

yogi edited.jpg

কিন্তু ভারতের বাইরে গিয়ে তারা ভারতের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে, ভারতের গণতন্ত্রকে অভিশাপ দেয়, নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। কংগ্রেস তাদের অদক্ষতার দোষ ইভিএমের ওপর চাপানোর চেষ্টা করছে।"

 

 

Adddd