নিজস্ব সংবাদদাতা: গোরখপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "কংগ্রেসের চরিত্রই হল রাম-বিরোধী।
কংগ্রেস প্রয়াত বীর বাহাদুর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিল, কারণ বীর বাহাদুর সিং একজন রামভক্ত ছিলেন।
আজও কংগ্রেস বলছে যে রাম মন্দির তৈরি করা উচিত ছিল না। এই নির্বাচনের লড়াই হচ্ছে রামভক্ত এবং রাম-বিশ্বাসঘাতকদের মধ্যে।"