সহপাঠীদের চিকিৎসার ব্যয়ভার বহনের দাবীতে উত্তাল কলেজ চত্বর

দফায় দফায় বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর কলেজ চত্বর উত্তাল হয়ে উঠল মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীদের মিছিলে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর চ্যাংশোলে ভয়াবহ পথ-দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল মেদিনীপুর কলেজের নিউট্রিশন অনার্সের প্রথম বর্ষের দুই ছাত্র শুভজিৎ দোলই এবং জিতেন্দ্রনাথ পাত্র। আশঙ্কাজনক অবস্থায় শুভজিৎ-কে ওইদিনই মেডিক্যাল কলেজের ICU-তে ভর্তি করা হয়েছিল। এই মুহূর্তে জিতেন্দ্রনাথের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও; শুভজিৎ-র অবস্থা আরো সংকটজনক হয়েছে বলে হাসপাতাল ও কলেজ সূত্রে খবর।

হাসপাতালের তরফে পাওয়া খবর অনুযায়ী, কেশপুরের বাসিন্দা, বছর ১৮’র শুভজিৎ-কে লাইফ সাপোর্টে বা ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটজনক থেকে ক্রমেই গভীর সংকটজনক হয়ে উঠছে! তাই, পরিবার ও তার বন্ধুদের দাবি, শুভজিৎ-কে মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএম (পিজি) বা মল্লিকবাজার নিউরো সাইন্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত। সেক্ষেত্রে ছাত্রের চিকিৎসার জন্য যা খরচ হবে, তা কলেজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে দাবি মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীদের। এই দাবিতেই দুপুর থেকে মেদিনীপুর কলেজ চত্বর উত্তাল হয়ে ওঠে। SFI, AIDSO প্রভৃতি ছাত্র সংগঠনের তরফে কলেজে মিছিল করা হয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

add 4.jpeg