বিরাট চমক-পূর্ব বর্ধমানের SFI জেলা সম্পাদক পদে তরুণী! কে এই তরুণী?

SFI জেলা সম্পাদক নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
lk,

নিজস্ব সংবাদদাতাঃ তিলোত্তমার বিচারের দাবিতে সরব। এছাড়া, কোভিডের সময় পড়াশোনার পাশাপাশি সিপিএমের ছাত্র সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন। এবার এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হল সেই ঊষসী রায়চৌধুরীকে। সম্পর্কে তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর কন্যা। অনির্বাণ রায়চৌধুরীর জায়গায় এসএফআইয়ের পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক হলেন ঊষসী। খণ্ডঘোষে এসএফআইয়ের দু’দিনের সম্মেলন শেষে নতুন সম্পাদক হিসেবে ঊষসীর নাম ঘোষণা করা হয়। আর পূর্ব বর্ধমানে এসএফআইয়ের সভাপতি হলেন প্রবীর ভৌমিক।

খণ্ডঘোষে এসএফআইয়ের ৩৪তম জেলা সম্মেলন শুরু হয় ২৮ সেপ্টেম্বর। এদিন তা শেষ হয়। আর এই সম্মেলন শেষেই SFI-র জেলা সম্পাদক হিসেবে ঊষসীর নাম ঘোষণা করা হয়। পূর্ব বর্ধমানে এসএফআইয়ের জেলা সম্পাদক পদে এই প্রথম কোনও তরুণী দায়িত্ব পেলেন।

উত্তরসূরির প্রশংসা করে বিদায়ী জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, “ঊষসী পড়াশোনায় খুবই ভাল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। এবার পিএইচডি করবেন। আমাদের জেলার ইতিহাসে প্রথম ছাত্রী সম্পাদক হলেন তিনি। মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। কোভিডের সময় পড়াশোনার পাশাপাশি সংগঠের কাজে যুক্ত ছিলেন। আমাদের মুখপত্র ছাত্র সংগ্রাম পত্রিকার সাব এডিটর।” একইসঙ্গে অনির্বাণ জানান, ঊষসী পূর্ব বর্ধমান জেলায় এসএফআইয়ের সর্বকনিষ্ঠ সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০২১ সালে। অন্যদিকে, তিনি ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক হয়েছেন বলে জানালেন অনির্বাণ।