নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন সামরিক বাহিনী শনিবার ইসরায়েলের দিকে যাওয়া ইরানি ড্রোন বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। সূত্রে খবর, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং উপরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।