নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মস্কোয় রাশিয়ার সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় ১৩৩ জন নিহত হওয়ার পর শোক জানাতে রাশিয়ার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।"
ব্লিনকেন বলেন, 'যুক্তরাষ্ট্র মস্কোয় ২২ মার্চের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। আমরা এই ভয়াবহ ঘটনার পরে প্রাণহানির জন্য রাশিয়ার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।'
বিবৃতিতে বলা হয়, 'ক্রোকাস সিটি হলের কনসার্ট হলে ধ্বংসস্তূপ সরানোর সময় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। তল্লাশি অভিযান চলছে।'