নিজস্ব সংবাদদাতাঃ হোয়াইট হাউস বলেছে, শনিবার গাজা সিটির একটি স্কুল কম্পাউন্ডে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১০০ জন নিহত হওয়ার ঘটনায় তারা 'গভীরভাবে উদ্বিগ্ন'।
গাজা সিটির ওই স্কুল কম্পাউন্ডে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো বসবাস করত। গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, শনিবারের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ওই কম্পাউন্ডে প্রায় ২০ জঙ্গি তৎপরতা চালাচ্ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আরও লাশ কম্বলে ঢেকে রাখা হচ্ছে।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস শনিবার পৃথকভাবে সাংবাদিকদের বলেন, 'আবারও অনেক বেসামরিক লোক নিহত হয়েছে।'
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, "গাজায় একটি স্কুলসহ একটি কম্পাউন্ডে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় বেসামরিক হতাহতের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"