বঙ্গতনয়ার রূপেই শুরু আপার প্রাইমারিদের মিছিল

পুজোর মরশুমে ফের পথে নামল আপার প্রাইমারির চাকুরিপ্রার্থীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-10-03 143925.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর ঢাকে পড়ল কাঠি, অথচ তাঁদের প্রতিবাদ আজও চলছে। তাঁদের জীবনে পুজো ১০ বছর ধরেই রঙহীন। কেননা প্যানেলে নাম ছিল, অথচ চাকরিটা মেলেনি। নিয়োগ দুর্নীতির বেড়াজালে চাপা পড়ে গেছে আপার প্রাইমারির নিয়োগ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও প্রতিশ্রুতিই থেকে গেছে। তাই এবার পুজোর মরশুমেই ফের পথে নামল আপার প্রাইমারির চাকুরিপ্রার্থীরা।

যা জানা যাচ্ছে, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, আজ শিয়ালদাহ থেকে শুরু হয় আপার প্রাইমারির মিছিল। এদিন তাঁদের সাজে ছিল বাঙালিয়ানা। বঙ্গতনয়ারা লালপাড় সাদা শাড়ি সাজে হাতে কাশফুল, কাসর ঘন্টা, শাঁখ নিয়ে মিছিলে অংশ নেন। সঙ্গে রয়েছে ঢাকের বাদ্যি। এরকমই অভিনব সাজে আজ চলছে তাঁদের প্রতিবাদী কর্মসূচী। তাঁদের দাবি একটায়, পুজো পুজো গন্ধে পেরিয়ে গেছে জীবনের ১০টা বছর। চাকরিটা আজও মেলেনি। তাই পরণে পুজোর পোশাক থাকলেও, মনে শান্তি নেই।

এদিন এইভাবেই তারা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চান যে, ‘এবার নিয়োগটা করুন’! 

অন্যদিকে, শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে কার্যত অবরুদ্ধ ধর্মতলা চত্বর। যান চলাচল একেবারে স্তব্ধ।