বারবার ধর্ষণ-খুন, আতঙ্কে মহিলারা! মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ-হয়ে গেল ঘোষণা

বাংলায় ফের ধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

author-image
Aniruddha Chakraborty
New Update
hg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় ফের ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "জয়নগরে একজন নিরীহের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা প্রমাণ করে যে প্রশাসনের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের (পুলিশ) এফআইআর নথিভুক্ত না করতে বলেছিলেন কারণ পশ্চিমবঙ্গে ধর্ষণের তথ্য বাড়ছে তা এনসিআরবিতে যাচ্ছে। তাই পরিবার ও গ্রামবাসীর অভিযোগ সত্ত্বেও পুলিশ মামলা রুজু করেনি। যেভাবে নিখোঁজ মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তা বিপজ্জনক এবং আমি মনে করি পশ্চিমবঙ্গে যদি এই জাতীয় ঘটনা বারবার ঘটতে থাকে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পদে থাকার কোনও আইনী বা আদর্শ অধিকার নেই।" 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর এবার জয়নগর। আবারও পুলিশকেই কাঠগড়ায় তুললেন সাধারণ মানুষ। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে উদ্ধার হয়েছে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পুলিশের নাকের ডগায় কীভাবে এরকম একটি ঘটনা ঘটল, তা নিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত গোটা এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের আঁচও বাড়ে। অভিযোগ, ধর্ষণ ও খুনের অভিযোগ জানাতে গেলে, পুলিশ তা গ্রহণ করতে চায়নি। পুলিশের উদাসীনতা নিয়ে উঠেছে প্রশ্ন।

ল্ক,