এবার খুব কম দামেই পাবেন টমেটো, আর চিন্তা নেই!

টমেটোর দাম নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী প্রহ্লাদ জোশী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Pralhad Joshi

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, "আমরা দিল্লির আজাদপুর মান্ডি এবং কোলার (কর্ণাটক) এবং সাঙ্গানার (রাজস্থান) এর পাইকারি বাজার থেকে টমেটো সংগ্রহ করেছি এবং ১৮টি স্থানে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করেছি।

Pralhad Joshi

নয়ডা, এবং দিল্লি-এনসিআর-এর গুরুগ্রামে আমরা এর জন্য টমেটোর দামে পরিবহণ খরচ যোগ করেছি এবং আগামী ৭ দিন থেকে ১০ দিনের মধ্যে টমেটোর দাম স্বাভাবিক হয়ে যাবে।

pralhad-joshi.jpg

আমরা ৪৫ টাকা কেজি দরে টমেটো কিনেছি এবং ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।"

 

Adddd