‘প্রধানমন্ত্রীর মনেই বসবাস করে মণিপুরবাসী’, বুঝলেন সাংসদ

মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন শুধুমাত্র ৩ মিনিট। যা নিয়ে নতুন করে তপ্ত সংসদের উভয় কক্ষ। তবে তাতে ভরসা রাখছেন বিজেপি সাংসদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi vandana.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিরোধীদের দাবি গতকাল মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন শুধুমাত্র ৩ মিনিট। যা নিয়ে নতুন করে তপ্ত সংসদের উভয় কক্ষ। একই সাথে গতকাল মোদির বক্তব্য পেশের সময়ই ওয়াকআউট করেন বিরোধীরা। এই সবের মাঝে নতুন ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ।

কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ কিরেন রিজিজু এদিন জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে মণিপুরের অজুহাতে বিরোধী দলগুলি সংসদের কাজ করতে দেয়নি। গতকাল, যখন প্রধানমন্ত্রী মণিপুর এবং পুরো উত্তর-পূর্বের বিষয়ে কথা বলেছিলেন, তখন পুরো বিরোধী দল ওয়াকআউট করেছিল। উত্তর-পূর্বের সমস্ত এনডিএ সাংসদরা এর নিন্দাপ্রকাশ করেছেন এবং আমরা প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠিও লিখতে যাচ্ছি। প্রধানমন্ত্রী এদিন মণিপুর এবং উত্তর-পূর্বের বিষয়ে বিস্তারিতভাবে কথা বলেছেন। তাঁর কথাতেই ধরা পড়েছে যে মণিপুরবাসী তাঁর মনেই বসবাস করেন। মণিপুরের ইস্যুতে তিনি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন”।

.