সামনে এল বিশাল অভিযোগ, আনলেন কেন্দ্রীয় মন্ত্রী

দিল্লি এনসিআর সংশোধনী বিল নিয়ে যে প্রস্তাব পেশ হয়েছে, তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। আনলেন কিছু অভিযোগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
hardeep_singh_puri_.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আপ সাংসদ রাঘব চাড্ডা দিল্লি এনসিআর সংশোধনী বিল নিয়ে যে প্রস্তাব পেশ করেছিলেন, এবার তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। পাঁচজন সাংসদের আনা অভিযোগের বিষয়ে কথা বলেছেন তিনি। পালটা তিনিও এনেছেন অভিযোগ।

তাঁর কথায়, “একজন মন্ত্রী হিসাবে আমি ৬ বছর বা সাংসদ হিসেবে ৩০-৪০ বছর সংসদকে দেখছি এবং একজন সরকারী কর্মচারী হিসাবে এখানের সঙ্গে যুক্ত রয়েছি। আমি কখনও এমন কিছু দেখিনি। সাংসদদের অভিযোগ তাই ভিত্তিহীন। এটিকে গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত বলেই আমার মনে হচ্ছে”।

 

উল্লেখ্য, আপ সাংসদ রাঘব চাড্ডা এদিন অভিযোগ করেন, যে তাদের সম্মতি ছাড়াই দিল্লি এনসিআর সংশোধনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবে তাদের নাম উল্লেখ করা হয়েছিল। আপ সাংসদ রাঘব চাড্ডা এই প্রস্তাব উত্থাপন করেছেন রাজ্যসভায়। আর তা নিয়েই মন্তব্য পাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।