মানুষের গায়ের চামড়ার রং দেখেই বিচার করে কংগ্রেস!

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

author-image
Shroddha Bhattacharyya
New Update
union minister anurag.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "কংগ্রেস এবং তার সহযোগীদের জনসাধারণকে অপমান করা অভ্যাসে পরিণত হয়েছে। কখনও কখনও তারা সনাতন ধর্মকে নষ্ট করার কথা বলে এবং তাদের সহযোগীরা সনাতনকে এইচআইভি এবং ম্যালেরিয়া বলে অপমান করে।

aaaaaa

 এইসব কথা বলে তারা কী পায়? এটা স্পষ্ট দেখায় যে কংগ্রেস এখনও ব্রিটিশদের বিভাজনের রাজনীতিতেই বিশ্বাস করে।

d

তারা এখনও মানুষের গায়ের চামড়ার রং দেখেই তাদের বিচার করে। আমি ডিএমকেকে প্রশ্ন করতে চাই যে, এসব দেখার পরও কী তারা কংগ্রেসের সাথে তাদের জোটকে এগিয়ে নিয়ে যাবে?"

Add 1