এই ধরণের রাজনীতির নিন্দা করি

ইন্ডি ব্লকের পক্ষ থেকে লোকসভার পদে কে সুরেশকে প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ পীযূষ গয়াল।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
piyush goyall.jpg

নিজস্ব সংবাদদাতা: ইন্ডি ব্লকের পক্ষ থেকে লোকসভার পদে কে সুরেশকে প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয় সম্পর্কে, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ পীযূষ গয়াল বলেছেন, "তারা বলেছিলো আগে ডেপুটি স্পিকারের নাম ঠিক করা হোক, তারপর আমরা স্পিকার পদের প্রার্থীকে সমর্থন করবো।

piyush.jpg

 আমরা এই ধরণের রাজনীতির নিন্দা করি। সর্বসম্মতিক্রমে স্পিকারের নির্বাচন করা হলে সেটাই ঠিক হতো। স্পিকার কোনও নির্দিষ্ট দলের পক্ষে থাকেন না। ডেপুটি স্পিকারও কোনও দলের পক্ষে থাকেন না। তিনি পুরো হাউসের অন্তর্গত একজন সদস্য এবং তাই তার জন্য হাউসের সম্মতি থাকা উচিত।

piyush goyalq1.jpg

এই ধরনের শর্ত যেখানে বলা হয়েছে, শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যক্তি বা একটি নির্দিষ্ট দলের কাউকেই ডেপুটি স্পিকার হতে হবে, সেটা লোকসভার কোনও ঐতিহ্যের সঙ্গেই খাপ খায় না।"





Adddd