কাদের কোটা কেড়ে নেওয়া হয়েছিল?

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটে উল্লিখিত "বিজেপি দলিত, অনগ্রসর শ্রেণী এবং উপজাতিদের সংরক্ষণ কেড়ে নিতে চায়" এই মন্তব্য সম্পর্কে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
rahul amitt1.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটে উল্লিখিত "বিজেপি দলিত, অনগ্রসর শ্রেণী এবং উপজাতিদের সংরক্ষণ কেড়ে নিতে চায়" এই মন্তব্য সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "রাহুল গান্ধী ভিত্তিহীন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিজেপি সরকার ১০ বছর ধরে এই দেশ পরিচালনা করছে এবং দুইবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যদি বিজেপির সংরক্ষণ শেষ করার ইচ্ছা থাকত তাহলে এতদিনে বিজেপি সেটা করে ফেলত।

amit shah bjjp.jpg

বিজেপি দলিত, পিছিয়ে পড়া এবং আদিবাসী ভাই-বোনদের যে নিশ্চয়তা দিয়েছে, গোটা দেশে যতদিন বিজেপি থাকবে, ততদিন কেউ সেই সংরক্ষণ ছুঁতে পর্যন্ত পারবেনা। কংগ্রেস পার্টি সবসময় এসসি/এসটি এবং ওবিসি-র সংরক্ষণকে আক্রমণ করে চলেছে।

amit sshah.jpg

তাদের সরকার এসে মাত্র ৪ শতাংশ সংখ্যালঘু সংরক্ষণ করেছিল, কাদের কোটা কেড়ে নেওয়া হয়েছিল? ওবিসিদের কোটা কেড়ে নেওয়া হয়েছিল। তাদের সরকার অন্ধ্রপ্রদেশেও, ৫ শতাংশ সংখ্যালঘু সংরক্ষণ করেছিল। কংগ্রেস সবসময় দেশের পিছিয়ে পড়া জাতিদের উন্নয়নের বিরোধিতা করেছে এবং কখনোই উপজাতিদের ন্যায় অর্জনের লক্ষ্যে কোনও কাজ করেনি।"

Add 1