নিজস্ব সংবাদদাতা: ফলক বিতর্কে অনড় অবস্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফলক পরিবর্তনে না গিয়ে বরং পালটা যুক্তি খাড়া করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ফলক বিতর্কে রবীন্দ্র প্রেম নিয়েও প্রশ্ন তুললেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁর বক্তব্য, “রাবীন্দ্রিকরা যতই গলা ফাটান, নরেন্দ্র মোদিই বিশ্বভারতীর আচার্য। তাই ফলকে কোনও পরিবর্তন হবে না”। ফলকে লেখা নামগুলি অপ্রাসঙ্গিক, এমন দাবি করা কি মূর্খামি নয়? প্রশ্নও তুলল বিশ্বভারতী। বিদ্যুৎ চক্রবর্তীর এহেন মন্তব্যের পর যে এই ফলক বিতর্ক আরও জোরালো হল, তা বলাই যায়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
কবিগুরুর আগেও নরেন্দ্র মোদি, বোঝালেন উপাচার্য
ফলক বিতর্কে রবীন্দ্র প্রেম নিয়ে প্রশ্ন তুলল বিশ্বভারতী।
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফলক বিতর্কে অনড় অবস্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফলক পরিবর্তনে না গিয়ে বরং পালটা যুক্তি খাড়া করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ফলক বিতর্কে রবীন্দ্র প্রেম নিয়েও প্রশ্ন তুললেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁর বক্তব্য, “রাবীন্দ্রিকরা যতই গলা ফাটান, নরেন্দ্র মোদিই বিশ্বভারতীর আচার্য। তাই ফলকে কোনও পরিবর্তন হবে না”। ফলকে লেখা নামগুলি অপ্রাসঙ্গিক, এমন দাবি করা কি মূর্খামি নয়? প্রশ্নও তুলল বিশ্বভারতী। বিদ্যুৎ চক্রবর্তীর এহেন মন্তব্যের পর যে এই ফলক বিতর্ক আরও জোরালো হল, তা বলাই যায়।