বিধানসভা নির্বাচন, প্রকাশ্যে এল রাজ্যের বেকারত্বের হার

কোন রাজ্যের কত বেকারত্ব হার, তাই তুলে ধরলেন অমিত মালব্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amit malviya

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকালই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার মধ্যে রয়েছে রাজস্থান ও ছত্তিশগড়। আর আজ সেই রাজ্য নিয়েই বেকারত্বের হার প্রকাশ্যে আনল বিজেপি। বিজেপির মিডিয়া সেলের কো-অর্ডিনেটর অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে একটি তালিকা প্রকাশ করেছেন। কোন রাজ্যের কত বেকারত্ব হার, তাই আসলে তুলে ধরতে চেয়েছেন তিনি।

সেই তালিকাতেই তিনি দেখিয়েছেন, “এপ্রিল-জুন ২০২৩-এর PLFS অনুযায়ী শহরাঞ্চলে গড় বেকারত্বের হার (১৫ বছরের উপরে) হল ৬.৬ শতাংশ। অথচ শীর্ষ ৩টি রাজ্য, যা জাতীয় গড় বেকারত্বের হারের চেয়েও অনেক বেশি রয়েছে। যা ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। সেই তিন রাজ্য হল -

হিমাচল প্রদেশ (১৩.৮%)

রাজস্থান (১১.৭%)

এবং

ছত্তিশগড় (১১.২%)

আর এখানেই অবাক করা বিষয় হল এই তিন রাজ্যই কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের”। অমিত মালব্য এদিন কংগ্রেস পরিচালিত রাজ্যগুলির ছবিই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। মূলত, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চিত্রই তুলে ধরতে চান তিনি, তাই এই তালিকা প্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।